৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরী বিজ্ঞপ্তি

এতদ্বারা কুষ্টিয়া জিলা স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা-এর (স্মারক নং ৩৭.০২.০০০০.১০৭.৩১.০৮৬.১৬-৭৮৫ তারিখ : ২৫-০৩-২০২০-এ প্রকাশিত বিজ্ঞপ্তি)  চলমান শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালীন সময়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য “সংসদ বাংলাদেশ টেলিভিশন”-এ বিষয়ভিত্তিক ক্লাস পরিচালনা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার (সংযুক্ত) অনুযায়ী আগামী ২৯-০৩-২০২০ খ্রি. তারিখ সকাল ৯.০০ টায় এই কার্যক্রম শুরু হবে।
পাঠদানকারী শিক্ষক ক্লাস শেষে পাঠদানকৃত বিষয়ের উপর বাড়ির কাজ দিবেন। প্রত্যেকটি বিষয়ের জন্য শিক্ষার্থীরা আলাদা খাতায় তারিখ অনুযায়ী বাড়ির কাজ সম্পন্ন করবে এবং স্কুল খোলার পর সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জমা দিবে। এই বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে ।
বিষয়টি অতীব জরুরী। নিয়মিত (সংযুক্ত সময়সূচি অনুযায়ী ) “সংসদ বাংলাদেশ টেলিভিশন”এ অনুষ্ঠানটি দেখার জন্য বলা হলো।
আদেশক্রমে
মোঃ এফতে খাইরুল ইসলাম
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া।